Hire the best Logo Mockup professionals... Hire Freelancers Buy Now!

Biography of Iron Man Aka Robert Downey Jr

Robert Downey Jr | Tony Stark | Iron Man

মাত্র ৬ বছর বয়সে বাবার হাত ধরে ড্রাগ নেওয়া শেখা,কম বয়সে নিজের চোখের সামনে বাবা মায়ের বিচ্ছেদ দেখা, ক্রমাগত ড্রাগ এডিক্টেড হয়ে যাওয়ার ফলে কয়েকদফা কারাভোগ করা কিংবা ছন্নছাড়া লাইফস্টাইলের কারণে প্রথম স্ত্রীর ছেড়ে চলে যাওয়া..

All about Iron man

কিংবা আয়রম্যান হিসেবে ফিরে আসা, কিংবা চার্লি চ্যাপলিন, শার্লক হোমস হয়ে পর্দা কাপানো, কিংবা ট্রপিক থান্ডার, লেস দ্যান জিরো ফিল্মে নিজের জাত চেনানো। কিংবা নিজের লাইফকে রিয়েল লাইফ টনি স্টার্ক হিসেবে লালন করা


১৯৬৫ সালের ৪ এপ্রিল বলতে গেলে সোনার চামচ মুখে নিয়েই তার জন্ম। কারণ বাবা ছিলেন প্রোডিউসার আর মা অভিনেত্রী । বাবার খাতিরে মাত্র ৫ বছর বয়সে চাইল্ড আর্টিস্ট হিসেবে অভিষেক । ১৯৮৭ সালে "Less Than Zero" ফিল্মে একজন ড্রাগ এডিক্টেড হিসেবে অভিনয় করে পাবলিক + ক্রিটিকস সহ সবার নজরে আসেন ৷ বড় বড় হলিউড নির্মাতা থেকে ফিল্মের প্রস্তাব আসতে থাকে । কিন্তু এটা কেউ জানতো না যে ফিল্মে ড্রাগ এডিক্টেড চরিত্র ফুটিয়ে তুলতে তিনি সেটে সত্যি সত্যিই ড্রাগ নিতেন। তারপর আরও অনেক ফিল্মে অভিনয় করলে শুধুমাত্র পেট চালানোর জন্য পয়সা আসলেও সত্যিকার অর্থে নিজের সবচেয়ে খারাপ সময়ের দিকে এগোচ্ছিলেন । 


তার ড্রাগ নেওয়া ক্রমাগত বাড়ছিলো। ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ সালে কয়েকদফায় এবং সর্বশেষ ২০০১-২০০৩ দু বছরের কারাভোগ । জেলে থেকা অবস্থায় ছোটবড় নানা কাজ করেছিলেন এমনকি জেলখানায় ভিতর আক্রমণের স্বিকার হতে হয়েছিলো।


এরপর তিনি যে কাজটি করে সেটি হলো ছিলো রীতিমতো বিষ্ময়কর । তার বাড়িতে থাকা সকল ড্রাগ তিনি সমুদ্রে ফলে দেন । তার Iron man 3 এর লাস্ট সিন সেখান থেকেই ইন্সপায়ার হয়ে শুট করা । এরপর থেকে যেন নিজের লাইফস্টাইল একদম চেঞ্জ করে ফেলেন । শুরু করেন রেগুলার গভীর ধ্যান ও মার্শাল আর্ট চর্চা। ২০০৫ এ সুজানের সাথ বিয়ের বন্ধেনে আবদ্ধ হন । বর্তমানে তার প্রথম স্ত্রীর ঘরে ২৮ বছর বয়সী ছেলে ও দ্বিতীয় স্ত্রীর ঘরে ১০ বছরের ছেলে আর ৭ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে ।


উপরের কোনকিছু থেকেই একটা নাম বাদ দিতে পারবেন না । "রবার্ট ডাউনি জুনিয়র"। হ্যা, তিনি বিশ্বের অন্যতম বড় ক্রেজি ফ্যানবেসের মালিক এবং অন্যতম বড় মুভিস্টার । কিংবা নিজের লাইফটাও কোন মুভির থেকে কম কীসে??


মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের তুরুপের তাস। যাকে ঘিরে একটা গোটা ইউনিভার্স তৈরির বাজি ধরা হয়েছিলো । যাকে নিয়ে একটা সুপারহিরো ইউনিভার্সের স্বপ্ন বোনা হয়েছিলো , আর যিনি না থাকলে আমরা হয়তো আজকের সফল MCU কে দেখতে পেতাম না 


২০০৮ সালে তাকে নিয়ে শুরু করা Iron Man 1 এর জন্য পেয়েছিলেন হাফ মিলিয়ন ইউএস ডলার । সেই সফলতার জের ধরে ২০১৭-১৮ এর ইনফিনিটি ওয়ার আর এন্ডগেমে ৭৫ মিলিয়ন ইউএস ডলারের বেশি পারিশ্রমিক নিয়ে হয়ে উঠেছিলেন বিশ্বের অন্যতম হাইয়েস্ট পেইড মুভিস্টার । সফলতার এর চেয়ে বড় সংজ্ঞা আর কি হতে পারে?? যেখানে ক্রিস ইভান্স আর ক্রিস হেমসওয়ার্থ দুজনের পারিশ্রমিক ছিলো ২৫ মিলিয়ন ইউএস ডলার করে । 


রবার্ট ডাউনি জুনিয়র সম্পর্কে স্ট্যান লি একবার বলেছিলেন " This Man is Born To Play Ironman "

অপরদিকে আবার শার্লক হোমসের যুগে তাকে ডাকা হতো লৌহমানব নামে  । সৌভাগ্যবশত ডাউনি এই দুই চরিত্রেই তার সুক্ষ অভিনয়ের ছাপ রেখে গেছেন । সত্যিই এই মানুষটা রিয়েল লাইফের আয়রনম্যান। টনি স্টার্কের মতো রিয়েল লাইফেও তিনি অন্তত প্রখত সেন্স অব হিউমারের অধিকারি৷ আয়রন ম্যান চরিত্রে তিনি যেন নিজেকেই বারবার হারিয়ে খুজে পেয়েছিলেন । 


মজার কথা হচ্ছে এভেঞ্জার্স এন্ডগেমের সমাপ্তি সবার প্রথমে একমাত্র ডাউনিকেই জানানো হয়েছিলো । এন্ডিংটা শুনে সেইদিন সারারাত কেদেছিলেন ৷ নাহ অবশ্য সেটা নিজের জন্য না!! 


এরকম লিজেন্ডারি ক্যারেক্টরের মৃত্যু তিনি কোনভাবেই মেনে নিতে পারেননি , যে কিনা প্রথম থেকে একটা ইউনিভার্সকে টেনে গেছেন শেষে এসে কিনা তাকেই জীবন দিতে হবে!!টনি স্টার্ককে একদম নিজের জীবনের মতো করে ভালোবেসেছিন 


এন্ডগেম সম্পর্কে প্রেস কনফারেন্সে বলেছিলেন , "এই ফিল্মের এন্ডিং কেউ ভূলবেনা "।তার কথা সত্যি ছিল , মাস্টারপিস ইনফিনিটি ওয়ারের পর এন্ডগেমের এন্ডিং কেউ ভূলিনি আমরা  


চ্যাপলিন , ট্রপিক থান্ডার ফিন্মগুলোর জন্য একাডেমিক এওয়ার্ডে নমিনেশন । শার্লক হোমসে দূর্দান্ত পারফরম্যান্সের জন্য জিতেছিলেন গোল্ডেন গ্লোব এওয়ার্ড। তাছাড়া আয়য়নম্যান (২০০৮) ফিল্মের জন্য অস্কার নমিনেশন হলেও ছুয়ে দেখা হয়নি সেটা । সেইবছর দ্যা ডার্ক নাইট ফিল্মে আগুনঝরা পারফরম্যান্সের জন্য জিতেছিলেন প্রয়াত হিথ লেজার। ক্রিটিকসদের মতে হিথ লেজার না পেলে সেইবছরের অস্কার উঠতো ডাউনির হাতে । ২ বার গোল্ডেন গ্লোব জয়ী, ১ বার বেস্ট এক্টর ইন সাপোর্টিং রোল এওয়ার্ড , ২ বার অস্কার নমিনেশন । জীবনে অসংখ্য এওয়ার্ডস জিতলেও সোনার হরিণ অস্কার ছুয়ে দেখার আফসোস হয়তো থেকেই যাবে 


তার সর্বশেষ ফিল্ম (Dolittle) ছিল ব্যবসায়িকভাবে অসফল । আপকামিং ক্রিস্টোফার নোলানের Oppenheimer ফিল্মে ক্যামিও রোলে দেখা মিলবে তার । তাছাড়া পেন্ডিংয়ে আছে শার্লক হোমসের তৃতীয় কিস্তি। প্রিয় বন্ধু জনি ডেপকে ৩য় পার্টে আনতে চেয়েছিলেন, যদিও নানা কারণে পরবর্তীতে সেটা হয়ে পারেনি । এছাড়াও আপকামিং আরও কিছু আনটাইটেল্ড প্রজেক্ট ঝুলে রয়েছে ডাউনির ঝুলিতে

 

ব্যক্তিগতভাবে , যেই মানুষটা না থাকলে আমার বোধ হয় মার্ভেল ফ্যান হয়ে ওঠা উঠতোনা । ৫৭ তম জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা । এন্ডগেমে তার ৩০০০ মিনিট পূর্ণ হওয়ার সেই আইকনিক ডায়লগ হিসেবে বলতে চাই Love You 3000 ❤️


✍️ Tanvin Mahid || তানভিন মাহিদ

About the Author

Hey there! I'm Farhan, a Web Designer, Graphic Designer as well as a Content Creator. I love to Redesign and create interesting things.

Post a Comment